শুরুকথা
আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমরা যারা জানতে চাচ্ছো যে হিসাববিজ্ঞান কি? হিসাববিজ্ঞান কাকে বলে?হিসাবতথ্যের ব্যবহারকারী কারা? তাদের জন্য আজকের এই পোষ্টটি।
লিখনফল
- হিসাববিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবে।
- হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।
- হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে।
- হিসাবতথ্যের ব্যবহারকারী শনাক্ত করতে পারবে।
হিসাববিজ্ঞান কি বা হিসাববিজ্ঞান কাকে বলে?
হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন- খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পন্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে লিপিবদ্ধ করা যায় এবং এই লিপিবদ্ধকৃত তথ্য থেকে ব্যবসায়ের মালিক ও ব্যবস্থাপক কার্যকরী আর্থিক সিদ্ধান্ত নিতে পারে।
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাঃ
১) হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
২)হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য ব্যবসায়ের আয়-ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা।
৩)সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব যথাযথভাবে নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়।
৪)ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে হিসাববিজ্ঞান ব্যবসায়কে মুনাফা অর্জনে সাহায্য করে।
৫)আর্থিক তথ্যাদি বিভিন্ন হিসাবতথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষকে সরবরাহ করে।
হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ
প্রাচীনকাল থেকেই হিসাববিজ্ঞানের উৎপত্তি ঘটে।মানুষ বিভিন্ন ঘটনা ও হিসাব গাছের গায়ে, পাথরে চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস শুরু করে ও ব্যবসায় কার্যক্রম শুরু করে। এসময় থেকে ক্রয়, বিক্রয়, দেনা, পাওনা ইত্যাদি লেনদেন অঙ্কের মাধ্যমে লিপিবদ্ধকরণ শুরু হয়।
এসময় ১৪৯৪ সালে ইতালির গনিতবিদ লুকা প্যাসিওলি "সুম্মা ডি অ্যারিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা " নামক একটি গ্রন্থ লেখেন এবং এতে হিসাবরক্ষণ পদ্ধতি "দুতরফা দাখিলা " পদ্ধতির প্রচলন করেন।
হিসাব তথ্যের ব্যবহারকারী
হিসাব তথ্যের ব্যবহারকারীকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করিঃ
১)অভ্যন্তরীণ ব্যবহারকারী
২)বাহ্যিক ব্যবহারকারী
*অভ্যন্তরীণ ব্যবহারকারীঃ মাকিল ও ব্যবস্থাপক হলো হিসাবতথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
*বাহ্যিক ব্যবহারকারীঃঝণদাতা, পাওনাদার, সরকার, কর্মকর্তা ও কর্মচারি হলো হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারি।
এই ব্লগ থেকে আরো জানতে পারবেঃ
লেনদেন কি? লেনদেন কত প্রকার ও কি কি?
পরবর্তী পোষ্ট এই বিষয়ে করা হবে ইন শা আল্লাহ।
সর্বশেষ কথা
তোমাদের সুবিধার জন্য আজ এই পোষ্টটা লেখা। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আশা করি আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবে।
তোমাদের সার্বিক সহযোগিতায় আমি,
আল্ আমিন খান
ম্যানেজমেন্ট স্টাডিজ
ঢাকা বিশ্ববিদ্যালয়

0 মন্তব্যসমূহ
Thanks for this valuable comment