মেডিকেল ভর্তি পরিক্ষার সাজেশন ২০২৩।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,
আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কথা বলব মেডিকেল ভর্তি পরিক্ষার ইংরেজি সাজেশন নিয়ে। তোমরা মেডিকেল ভর্তি পরিক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক সময় দেখা যায় ইংরেজি এর গুরুত্বটা ভুলে যাও। কিন্তু মেডিকেল ভর্তি পরিক্ষায় দেখা যায় এই ইংরেজিই একটা ছাত্র বা ছাত্রী অন্যদের থেকে আলাদা করে দেয়। তাই তোমাদের উচিত ইংরেজি বিশেষ গুরুত্ব আরোপ করা।
আজ আমি তোমাদের মেডিকেল ভর্তি পরিক্ষার জন্য কিছু গ্রামার টপিক ঠিক করেছি, যেগুলো তোমাকে ভর্তি পরিক্ষার জন্য পড়তেই হবেঃ
তো ইংরেজি সাজেশনকে আমি দুই ভাগে ভাগ করেছিঃ
১. গ্রামার টপিক
২.ভোকাবুলারি টপিক।
চলো দেখে নেওয়া যাক মেডিকেল ইংরেজি সাজেশনে গ্রামার ও ভোকাবুলারি সেকশনে কি কি টপিক আছেঃ
1.Grammar topics:
>parts of speech
>Number
>Tense
>Right form of verb
>Sentence
>Voice
>Narration
>Sentence correction
এই গ্রামার টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে ( Parts of speech, Right form of verb, Voice, Narration and Sentence correction) এর উপর।
2.VOCABULARY ITEMS:
>Preposition
>Group verb
>Translation
>Synonym and antonym
>Idioms and phrase
>Spelling
>Vocabulary ( প্রতিদিন একটা করে বর্ণ শেষ করবা)।
ভোকাবুলারি টপিকগুলোর জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি হবে যদি তুমি ভোকাবুলারি টপিকগুলোর বিগত বছরের সকল মেডিকেল প্রশ্ন সমাধান করে ফেলতে পারো।
আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও।
সফলতা ইন শা আল্লাহ তুমিই পাবে।
ঢাকা মেডিকেল কলেজের সকল নোটিশ এখানে পেতে ক্লিক করোঃ ঢাকা মেডিকেল কলেজ
তোমাদের ইংরেজিতে সার্বিক সহযোগিতায় পাশে আছি আমি,
আল্ আমিন খান
ম্যানেজমেন্ট স্টাডিজ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

1 মন্তব্যসমূহ
খুব সাবলীল ❤️
উত্তরমুছুনThanks for this valuable comment